পর্যায় সারণী (পার্ট -1)
ত্রয়ী সূত্র :- ডোবেনিয়ারের এর সূত্র অনুযায়ী ধর্মের সাদৃশ্য আছে এমন প্রতি তিনটি মৌলের মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে অপর মৌল দুটির পারমাণবিক গুরুত্ব এর গড় হয়
উদাহরণ : Li – 6.94 , Na – 23 , K – 39.1
( 6.94+39.1) ÷ 2 = 23.04
এখানে দেখা যাচ্ছে লিথিয়াম মৌল ও পটাশিয়াম মৌল প্রথম ও তৃতীয় মৌল অর্ধেক করিলে মাঝের মৌল অর্থাৎ দ্বিতীয় মৌল সোডিয়াম পাওয়া যাচ্ছে
এই সূত্র কে ত্রয়ী সূত্র বলে
ত্রয়ী সূত্র :- ডোবেনিয়ারের এর সূত্র অনুযায়ী ধর্মের সাদৃশ্য আছে এমন প্রতি তিনটি মৌলের মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে অপর মৌল দুটির পারমাণবিক গুরুত্ব এর গড় হয়
উদাহরণ : Li – 6.94 , Na – 23 , K – 39.1
( 6.94+39.1) ÷ 2 = 23.04
এখানে দেখা যাচ্ছে লিথিয়াম মৌল ও পটাশিয়াম মৌল প্রথম ও তৃতীয় মৌল অর্ধেক করিলে মাঝের মৌল অর্থাৎ দ্বিতীয় মৌল সোডিয়াম পাওয়া যাচ্ছে
এই সূত্র কে ত্রয়ী সূত্র বলে
অষ্টক সূত্র :- বিজ্ঞানী নিউল্যান্ড এর অষ্টক সূত্র অনুযায়ী কোন একটি মৌল থেকে শুরু করে প্রতি অষ্টম মৌলটি ধর্মগতভাবে প্রথম মৌলটির অনুরূপ
পর্যায় সারণির লিথিয়াম(Li) মৌল থেকে শুরু করে অষ্টম মৌলটি সোডিয়াম (Na) লিথিয়াম এর সমধর্মী
অনুরূপভাবে নাইটোজেন(N) থেকে শুরু করে অষ্টম মৌলটি ফসফরাস (P)
সমধর্মী
👉 এই সূত্রটি 17 টি মৌলের ক্ষেত্রে ঠিক থাকলেও পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে কার্যকরী নয়
মেন্ডেলিফের পর্যায় সূত্র : মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌল গুলোর পারমাণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়
মেন্ডেলিফের পর্যায় সারণিতে ৭ পর্যায় এবং ৯টি শ্রেণী আছে
আধুনিক পর্যায় সারণী সূত্র : বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলগুলির বর্ধিত পারমাণবিক ক্রমাংক অনুযায়ী পুনরাবৃত্ত হয়
আধুনিক পর্যায় সারণীতে 7 পর্যায় ও 18 শ্রেণী ব্রা গ্রুপ আছে

No comments:
Post a Comment